ছেলেদের জীবনে আর বোঝা হয়ে থাকবেন না! আত্মহত্যা করলেন বৃদ্ধ দম্পতি

ছেলেদের অত্যাচারে আত্মহত্যা করলেন বৃদ্ধ দম্পতি।

author-image
Tamalika Chakraborty
New Update
old couple death

নিজস্ব সংবাদদাতা:  কেরলের  মানুগুর জেলার মণ্ডলের পাগিদেরু গ্রামে এক বৃদ্ধ দম্পতি আত্মহত্যা করে মারা গেছেন বলে জানা গিয়েছে। কে রামচন্দ্রাইয়া (75) এবং তার স্ত্রী সরোজনাম্মা (69) এর তিনটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে। মৃত্যুর আগে তাঁরা সমস্ত সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগ করে দেন। প্রতিবেশীদের কাছে জানা গিয়েছে, সরোজাম্মা ডায়াবেটিসে ভুগছিলেন। কিছুদিন করে তিনি সমস্ত ছেলেদের কাছে কাছে থাকছিলেন। কে রামচন্দ্রাইয়া তাঁকে কিছু দিন আগে নিজেদের বাড়িতে নিয়ে আসেন। প্রতিবেশীরা জানিয়েছিলেন, মৃত্যুর আগে দম্পতি বলেছিলেন তাঁরা আর ছেলেদের কাছে বোঝা হয়ে থাকতে চান না। তাঁরা নিজেদের জীবন শেষ করে দিতে চান। রবিবার দম্পতি বাইরে বেরিয়েছিলেন। তাঁদের আর ফিরে আসতে দেখা যায়নি। পরে সোমবার গ্রামের একটি কুয়োর কাছে তাঁদের জুতো ও অন্যান্য জিনিস দেখতে পাওয়া যায়। পরে কুয়ো থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়। 

 tamacha4.jpeg