নিজস্ব সংবাদদাতা: ২৭ বছর পর জাতীয় রাজধানীতে সরকার গঠন করবে বিজেপি। অফিসিয়াল ঘোষণা হয়ে গেল। ৩৬ আসনের জয়ের সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে গিয়েছে বিজেপি। অফিসিয়াল ঘোষণা অনুসারে বিজেপি ৩৭ টি আসন জিতেছে এবং ১১ টি আসনে এগিয়ে রয়েছে।
BJP to form the government in the national capital after 27 years as it crosses the majority mark of 36 seats.