নিজস্ব সংবাদদাতাঃ সুপ্রিম কোর্টে হঠাৎ করেই বদলে গেল অযোগ্যদের তালিকা। জানা গিয়েছে যে, ২০১৬ সালের এসএসসি পরীক্ষার অযোগ্যদের তালিকায় আগে এসএসসি প্রার্থীদের মোট ৫২৫০ জনের নাম পাওয়া গিয়েছিল। কিন্তু হঠাৎই সেই তালিকা পাল্টে যায়। ৫২৫০ জনের বদলে সেখানে মোট ৮৮৬১ জনের তালিকা প্রকাশ করা হয়।
/anm-bengali/media/post_attachments/f969d63785e59b10441de186635573704f63f2440c66ee520f2182cbb01b29c0.jpg)
এক্ষেত্রে উল্লেখ্য যে, সর্বোচ্চ আদালত তার রায়ে স্পষ্ট করেছে যে, ' আগামী ১৬ই জুলাই পর্যন্ত ২০১৬ সালের এসএসসিতে চাকরি পাওয়ার শিক্ষক এবং শিক্ষা কর্মীদের চাকরি বহাল থাকবে। '
/anm-bengali/media/post_attachments/38e045e9f233f62b7e15ff646d9524c40a3118f8942f096ee721a9b2bd356797.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)