নিজস্ব সংবাদদাতাঃ ভারতেও উদ্বেগজনকভাবে বাড়ছে ক্যান্সার রোগ। পশ্চিমের দেশগুলোর তুলনায় ভারতের যুবসমাজের মধ্যে এই কর্কটরোগ বেশি বাসা বাঁধছে। সূত্র বলছে যে ৩ জন ভারতীয়ের মধ্যে অন্ততঃ ১ জন এই রোগে আক্রান্ত। অশনিসংকেত দেওয়া হয়েছে, বিশ্বের মধ্যে ক্যান্সারের রাজধানী হয়ে উঠতে চলেছে ভারত।
স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্টে আরও স্পষ্ট হয়েছে,যুবক-যুবতীরা সঠিক সময়ে চিকিত্সা না করার ফলে কর্কট রোগের থাবা বেশি পড়ে।চিকিত্সার অভাবে তারা রোগে ভারাক্রান্ত হয়ে পড়ে।অ্যাডভান্স স্টেজে পৌঁছে যাওয়ায় তখন তাদের সঠিক চিকিত্সা করে সুস্থ করে তোলা সম্ভব হয় না। অঙ্কোলজিস্টরা বলছেন, লাইফস্টাইলে বদল আসায় এই মারণরোগের কামড় বেড়ে গেছে। বিশেষ করে এক্সসারসাইজ না করা বা কায়িক শ্রম না করে বসে বসে কাজ করার জন্য এই রোগের ঝোঁক বাড়ছে। তাই ডায়েট নিয়ে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন।
সাম্প্রতিক সমীক্ষায় আরও জানা গেছে, প্রারম্ভিক পর্যায়ে চিকিৎসা না হওয়ায় বিশ্বব্যাপী অন্ততঃ ৩০ শতাংশ ক্যান্সার রোগ বেড়ে গেছে।