নিজস্ব সংবাদদাতা: NITI Aayog-এর সদস্য-স্বাস্থ্য ভি কে পল বলেন, "আমরা করোনার নতুন ভ্যারিয়েন্টটি ট্র্যাক করছি। JN.1 ভ্যারিয়েন্টটিতে কেরালায় একজন আক্রান্ত হয়েছেন। গোয়াতে ২০ জনের শরীরে এই ভ্যারিয়েন্টের ট্রেস পাওয়া গিয়েছে। সামগ্রিকভাবে ২১ জনের আক্রান্তের খবর রয়েছে। সারা বিশ্বে এই ভ্যারিয়েন্টে ব্য়াপক হারে আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। তবে এই নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই।