নিজস্ব সংবাদদাতাঃ সোমবার অর্থাৎ আজ জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জোরপূর্বক সাইবার অপরাধের সঙ্গে জড়িত মানব পাচারের মামলায় স্থানীয় পুলিশের সঙ্গে যৌথ অভিযানে ছয়টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের একাধিক স্থানে তল্লাশি চালিয়েছিল যার ফলে পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল।
এনআইএ এক বিবৃতিতে জানিয়েছে, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট, দিল্লি, হরিয়ানা, পঞ্জাব ও চণ্ডীগড়ের ১৫টি জায়গায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ভদোদরার মণীশ হিঙ্গু, গোপালগঞ্জের পহলাদ সিং, দক্ষিণ-পশ্চিম দিল্লির নবিয়ালাম রায়, গুরুগ্রামের বলবন্ত কাটারিয়া এবং চণ্ডীগড়ের সরতাজ সিংকে।