ডেনমার্কে পরিস্থিতি সবথেকে বিপজ্জনক। 'হোয়াইট লাং সিনড্রোম' সেখানে কার্যত 'মহামারী'-র চেহারা নিয়েছে। স্থানীয় স্বাস্থ্য় প্রশাসনের বক্তব্য, এই মুহূর্তে সংক্রমণের যা ছবি তার সঙ্গে করোনা সংক্রমণের আদি-পর্বের অনেকটাই মিল রয়েছে।

ডাক্তাররা জানাচ্ছেন,'হোয়াইট লাং সিনড্রোম' -র নেপথ্য়ে একাধিক কারণ থাকতে পারে। সিলিকোসিস, ARDS, PAM এই কারণগুলির অন্যতম। অন্য দিকে, mycoplasma pneumoniae-রই নতুন ও অ্যান্টিবায়োটিক প্রতিরোধী স্ট্রেন থেকে ছড়িয়েছিল China Pneumonia, মত ডাক্তারদের।