নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকে কে হচ্ছেন বিরোধী দলনেতা, তা নিয়ে তরজা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। তবে এবার কর্ণাটকের সম্ভাব্য নয়া বিরোধী দলনেতার নাম সামনে আনলেন কর্ণাটকের মন্ত্রী এমবি পাতিল। তিনি বলেছেন, "তারা (বিজেপি) বিরোধী দলনেতা করেনি। দলীয় সভানেত্রী বদলানোর কথা থাকলেও কিছুই হয়নি। এখন শুনছি কুমারস্বামীকে বিরোধী দলনেতা করা হচ্ছে। তাতে বোঝা যায় বোমাই, আর অশোক এবং অশ্বথ নারায়ণ তারা সবাই অযোগ্য লোক কারণ তারা বিরোধীদলীয় নেতা হওয়ার যোগ্য নয়"। তার এই মন্তব্যের পর কর্ণাটকের রাজ্য রাজনীতির সমীকরণে বদল আসতে চলছে বলে মনে করছেন অনেকেই।