নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের বিরোধী দলনেতা চালাবাদী নারায়ণস্বামীর বক্তব্যে, রাজ্যের মন্ত্রী শিবানন্দ পাটিল মুখ খুললেন।
তিনি বলেছেন, "রাজ্যে সমস্ত বর্ণকে বিশেষাধিকার দেওয়া হয়েছে। তার স্মৃতি মনে করা উচিত এবং তারপর এই কথা বলা উচিত। শুধু বিরোধী দলের নেতা বলে কাউকে গালি দিতে পারেন না"।