নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে গোয়েন্দারা মনে করছেন, পহেলগাম হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন আদিল গুরু। তিনি হাফিস সইদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। ধর্মীয় প্রচারের আড়ালে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যায় সাইফুল্লাহ কাসুরি। আইএসআই ও পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে তাঁর সরাসরি যোগ রয়েছে বলে গোয়েন্দা সূত্রের খবর। অন্যদিকে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ৬০ জনের বেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/media_files/2025/04/23/1000192486-533427.jpg)