নিজস্ব সংবাদদাতা: ১৩ ফেব্রুয়ারি কৃষক ইউনিয়নগুলোর তরফে 'দিল্লি চলো'-র ডাক দেওয়া হয়েছে। যার জেরে হরিয়ানা-দিল্লি সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই প্রসঙ্গে সোনিপথের পূর্বের ডিসিপি গৌরব রাজপুরোহিত বলেন, " পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে মূলত নিরাপত্তা জোরদার করা হচ্ছে। সোনিপথে কৃষকদের মিছিল বের হলে সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধার মধ্যে পড়তে না হয়, সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।"