ব্রজে হোলির শেষ দিনে মেতে উঠেছেন স্থানীয়রা! দেখুন সেই ভিডিও

ব্রজে হোলির শেষ দিন উদযাপিত হচ্ছে।

author-image
Tamalika Chakraborty
New Update
raja holi


নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের ব্রজে হোলির শেষ দিন উদযাপিত হচ্ছে। অন্যদিকে  মথুরায় ঐতিহ্যবাহী 'দৌজি কা হুরঙ্গ' উদযাপিত হচ্ছে। এই দিনে শ্রী দৌজি মহারাজের পূজা করা হয়। এই উপলক্ষে পুরুষরা 'গোপ' এবং মহিলারা 'গোপিকা' সেজে এই দিনটি উদযাপন করেন।

preholi