নিজস্ব সংবাদদাতা: স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন অব্যাহত রয়েছে। সেখানে অনেক সাধারণ মানুষ যোগদান করেছেন। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের দাবি মেনে পুলিশ কমিশনার থেকে স্বাস্থ্য দফতরের একাধিক ব্যক্তিকে সরিয়ে দেন। নতুন নিয়োগ করেন। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে নিরাপত্তা ব্যবস্থা একেবারে নিশ্চিত করা সম্ভব হয়নি।
আরজি কর কাণ্ডে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি ছিল। যেখানে একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকার প্রশ্নের মুখে পড়েছে। তার মধ্যে অন্যতম রাত্রী সাথী। মহিলাদের রাতে নাইট ডিউটি কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফে নেওয়া হয়েছিল। কিন্তু নিরাপত্তা দেওয়ার বদলে কেন মহিলাদের নাইট ডিউটি কমিয়ে দেওযা হয়েছে, নিরাপত্তার দায়িত্বে কেন চুক্তি নির্ভর কর্মীদের নিয়োগ করা হচ্ছে, সেই বিষয়ে একাধিক প্রশ্ন উঠে আসে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার নির্দিষ্ট কোনও সময় সীমা দেওয়া হয়নি।