জাট সম্প্রদায়ের সংরক্ষণ প্রয়োজন, নির্বাচনের আগে উঠল প্রসঙ্গ

'দিল্লির সংরক্ষণ তালিকায় জাট সম্প্রদায়ের নামও কেন্দ্রের তালিকায় যুক্ত করা উচিত'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: আপ মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর এদিন দিল্লির আসন্ন বির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, “বিজেপির এত বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই, তাদের কেবল তাদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। যা ১০ বছর আগে প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহ ২০১৫, ২০১৭ এবং ২০১৯ সালে দিয়েছিলেন। অরবিন্দ কেজরিওয়াল একই প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়েছেন যে দিল্লির সংরক্ষণ তালিকায় জাট সম্প্রদায়ের নামও কেন্দ্রের তালিকায় যুক্ত করা উচিত। এতে এত আপত্তি কেন?"

Kejriwal

"অরবিন্দ কেজরিওয়াল বিজেপিকে তাদের প্রতিশ্রুতি পূরণ করার কথা মনে করিয়ে দিয়েছেন। এতে আরও উল্লেখ করা হয়েছে যে রাজস্থানের জাট সম্প্রদায়ের যুবকদের দিল্লির কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানগুলিতে সংরক্ষণ রয়েছে। কিন্তু দিল্লির জাট সম্প্রদায়ের যুবকদের এনডিএমসি, ডিডিএ বা দিল্লির কেন্দ্রীয় সরকারের কলেজগুলিতে সংরক্ষণ নেই এবং এটি ভুল হয়েছে তাঁদের সাথে”।

modi shahss.jpg