BIG BREAKING: লোকসভায় পাশ হল আরো এক বিল!

জেনে নিন এই বিল সম্পর্কে।

author-image
Anusmita Bhattacharya
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার লোকসভায় ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫ অনুমোদন করা হয়েছে, যা ভারতে অভিবাসন নিয়ন্ত্রণ এবং বিদেশীদের চলাচল তদারকির জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করে। ১১ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক উত্থাপিত এই বিলটির লক্ষ্য হল অভিবাসন নিয়ন্ত্রণকারী চারটি বিদ্যমান আইন প্রতিস্থাপন করা এবং নিয়মকানুনকে সরল ও শক্তিশালী করা।

Immigration And Foreigners Bill Passed In Lok Sabha, Amit Shah Says 'Country Not Dharamshala' Immigration And Foreigners Bill Passed In Lok Sabha, Amit Shah Says 'Country Not Dharamshala'