নিজস্ব সংবাদদাতাঃ অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেছেন, "রামলালার মূর্তি, যা বর্তমানে অস্থায়ী মন্দিরে রয়েছে, সেটিও নতুন মন্দিরের একই জায়গায় রাখা হবে। বহু বছর ধরে এই মূর্তিটির পুজো হয়ে আসছে, এখন নতুন মূর্তি দিয়ে পুজো করা হবে। আজ সন্ধ্যার পুজোর পর পুরনো মূর্তি স্থাপন করা হবে নতুন মন্দিরে। প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হলে তবেই মানুষ মূর্তি দুটির পুজো করতে পারবেন।"