ভারতের ভাবনা কী? জনসমুদ্রে পরিষ্কার করে দিলেন মোদী, হাততালি

ভারতকে নিয়ে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
।ক্লঝভব

নিজস্ব সংবাদদাতাঃ হায়দ্রাবাদে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "ভারতের ভাবনা কী? ভারতের ধারণা শতাব্দী প্রাচীন ঐতিহ্যের প্রতিফলন। ভারতের ধারণা মানে 'সত্যমেব জয়তে'। ভারতের ধারণা মানে 'বসুধৈব কুটুম্বকম'। ভারতের ধারণা মানে 'ঈশ্বর মহান'। ভারতের ধারণা 'নারী তু নারায়ণী'। যে মাটি আমাকে জন্ম দিয়েছে তা আমার কাছে স্বর্গের চেয়েও প্রিয়। এই ছিল প্রভু রামের বাণী। ভারতের এই ধারণা কেবল বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আমাদের দেশের একটি শক্তিশালী পরিচয়। আজ ভারতের ভাবনা 'আন্তর্জাতিক যোগ দিবস', এটা 'এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত'-এর ভাবনা, 'এক সূর্য, এক পৃথিবী, এক গ্রিড'-এর ভাবনা হ'ল, চাঁদের গায়ে 'শিব শক্তি বিন্দু', ভারতের ধারণা মানে 'মাদার অফ ডেমোক্রেসি', ভারতের ভাবনা মানে 'সকলের প্রতি ন্যায়বিচার',  কাউকে তুষ্ট করা যাবে না।" 

,মন

Add 1