নিজস্ব সংবাদদাতা: বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে নবনীত রানা এবার নিজের মন্তব্য সামনে রেখেছেন।
তিনি বলেছেন, "গত পাঁচ বছর ধরে, আমি প্রধানমন্ত্রী মোদীর ধারণা নিয়ে কাজ করছিলাম, আমার আদর্শ আলাদা ছিল না। আমার স্বামী বিধায়ক রবি রানাও মহারাষ্ট্রে বিজেপি সরকারকে সমর্থন করেছিলেন। পিএম মোদী গ্রাউন্ড লেভেলে যারা কাজ করছেন তাদের সমর্থন করেন, তিনি আমাকে টিকিট দিয়েছেন। বিজেপি আমার কঠোর পরিশ্রমকে সম্মানিত করেছে, এবং আমরা নির্বাচনে জিতে আমাদের ৪০০ অতিক্রম করার সংকল্প পূরণ করব। আমি বিজেপির একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করব।" উল্লেখ্য নাগপুরে বিজেপি রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন নবনীত রানা।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .