নিজস্ব সংবাদদাতা: তীব্র ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি টুইটারে বলেন,'মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় নিজের স্বার্থে তাঁর দলের দুর্নীতিবাজ এবং অপরাধীদের রক্ষা করেছেন। তারপর প্রয়োজন ফুরিয়ে গেলে তাঁদের ফেলে দেন। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা… সহ তালিকায় অনেকে রয়েছেন যাঁরা সবাই কারাগারে। তার ভাইপো সহ আরও কয়েকজন হয় জামিনে বা তদন্তাধীন রয়েছেন। সুতরাং, ক্যাশ ফর কোয়েরি খ্যাত মহুয়া মৈত্রের প্রতি তার সমর্থন খুব কমই বিস্ময়কর। কিন্তু কেলেঙ্কারীটি তাঁর 'জনপ্রিয়তা' বাড়িয়ে দেবে। তা যে একজন নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের নিরাপত্তাহীনতাকে প্রতিফলিত করে তা বলার অপেক্ষা রাখে না। বাংলা এখন জরাজীর্ণ শাসনের জন্য অপেক্ষা করছে।''