নিজস্ব সংবাদদাতা : সামনেই দুর্গা পুজো। তারপর কয়েছে রামলীলা-দশেরা বা রাবণ বধ,দীপাবলি সহ নানা পার্বণ। উৎসব-পার্বণের দিনে মাইক বাজবে না তা কখনও হয়! তাই এবার শক্ত হাতে হাল ধরল দিল্লির আপ সরকার। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দফতর সূত্রে খবর,দুর্গাপুজো ও রামলীলা উদযাপন চলাকালীন লাউডস্পিকার ব্যবহারের অনুমতি দেওয়া হবে রাত ১২ টা পর্যন্ত। সাধারণ দিনে তা রাত ১০ টা পর্যন্ত সীমাবদ্ধ। তবে উৎসব বলেই যে সারারাত ধরে লাউডস্পিকার বাজানো যাবে তেমনটা নয়। এ বিষয়ে ফাইল পাঠানো হয়েছে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার কাছে।