নিজস্ব সংবাদদাতাঃ সম্বল সহিংসতার তদন্তে ৩-সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটির তদন্তে, সমাজবাদী পার্টির নেতা শিবপাল সিং যাদব বলেছেন, " আমরা সরকার কর্তৃক গঠিত কমিটিকে বিশ্বাস করি না। তদন্ত যদি একজন বর্তমান বিচারকের অধীনে হত তবে এটি ভাল হত। এই সরকার অসৎ, এরা জনগণকে ভোট দিতে দিচ্ছে না। পুলিশের সহায়তায় জনগণকে ভোট দেওয়া থেকে বিরত রাখা হয়েছে। জনগণ সম্পূর্ণভাবে ক্ষুব্ধ। এই সরকার তাই সহিংসতা ঘটাচ্ছে। "