খেলা ঘুরে গেল, ইন্ডিয়ার নাম পরিবর্তন করে 'হিন্দু রাষ্ট্র', জানিয়ে দেওয়া হল

ভারত নাম ইস্যুতে এবার মন্তব্য করলেন ভিসিকে প্রধান থোল থিরুমাবলাভান।  

author-image
Aniket
New Update
dew

নিজস্ব সংবাদদাতা: ইন্ডিয়া বনাম ভারত ইস্যুতে তরজা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এবার এই ইস্যুতে খেলা ঘুরিয়ে দিয়ে ভিন্ন দাবি করেছেন ভিসিকে প্রধান থোল থিরুমাবলাভান। তিনি জানিয়েছেন, ইন্ডিয়ার নাম পরিবর্তন করে 'ভারত' নয় 'হিন্দু রাষ্ট্র' করার লক্ষ্যে রয়েছে বিজেপি। তিনি বলেছেন, "তারা (বিজেপি) ইন্ডিয়ার নাম পরিবর্তন করে 'হিন্দু রাষ্ট্র' করতে চায়। 'ভরত' একটি অস্থায়ী ব্যবস্থা। যদি তারা ইন্ডিয়ার নাম পরিবর্তন করে 'ভারত' করে, তবে তা সাময়িক। নিশ্চিত ভাবেই, তারা আবার 'ভারত' থেকে 'হিন্দু রাষ্ট্র' নামকরণ করবে। তাই এটা তাদের রাজনৈতিক এজেন্ডা কিন্তু জনগণ এই ধরনের রাজনৈতিক নাটককে স্বাগত জানাবে না"।