ভোটের আগে ঘুরে গেল খেলা! ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর বড় ভিডিও প্রকাশ্যে

জাতিশুমারি নিয়ে বার্তা দিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। 

author-image
Aniket
New Update
Bhupesh Baghel

File Picture

নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ে নির্বাচনের দিন ঠিক করে দিয়েছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে বিজেপি সাফল্য পাবে বলে আশাবাদী বিজেপির সমর্থকরা। তবে ভোটের আগে এবার খেলা ঘোরাতে জাতিশুমারিকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হাতিয়ার করছেন বলে মনে করছেন অনেকেই। যা বিজেপির পরাজয়ের কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ফের জাতিশুমারি নিয়ে বার্তা দিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তিনি জানিয়েছেন, ছত্তিশগড়ে জাতিশুমারি হওয়া উচিত। কারণ হিসাবে তিনি জানিয়েছেন, উন্নয়নের দৌড়ে অনেক জাতি পিছিয়ে রয়েছে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের জাতিশুমারি নিয়ে বক্তব্যের বড় ভিডিও সামনে এসেছে। যেখানে মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল বলেছেন, "সকল সদস্য (সিডব্লিউসি) ঐক্যবদ্ধভাবে বলেছিলেন যে, জাতিশুমারি হওয়া উচিত, কারণ গত ৭৫ বছরে উন্নয়নের দৌড়ে অনেক জাতি পিছিয়ে রয়েছে। এই ধরনের জাতিগুলির জন্য স্কিম তৈরি করতে, বর্ণ শুমারি খুবই গুরুত্বপূর্ণ"। আর অনেকেই মনে করছেন, ছত্তিশগড়ে জাতিশুমারি নিয়ে কংগ্রেসের এই চর্চার ফলে ভোটের আগে কংগ্রেসের পক্ষে অনেকটাই খেলা ঘুরে গিয়েছে। সাধারণ মানুষের ভোট টানতে জাতিশুমারি কংগ্রেসের জন্য নির্বাচনী দাবার সাফল্যের চাল হতে পারে। উল্লেখ্য, গতকালই দেশের ৫ রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নভেম্বরেই হচ্ছে রাজস্থান, মিজোরাম, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচন। রাজস্থান, মিজোরাম, তেলেঙ্গানা ও মধ্যপ্রদেশে নির্বাচন এক দফাতে হলেও ছত্তিশগড়ে নির্বাচন হবে ২ দফায়। ছত্তিশগড়ে প্রথম নির্বাচন হবে ৭ নভেম্বর। দ্বিতীয় ভাগের নির্বাচন হবে ১৭ নভেম্বর। এই নির্বাচনে বিজেপির তরফে নিজেদের জয় নিশ্চিত বলে দাবি করা হচ্ছে। তবে কংগ্রেসের দাবি কর্ণাটক ও হিমাচল প্রদেশের মতই ছত্তিশগড়েও কংগ্রেসের কাছে বড় হার হবে বিজেপির। ইতিমধ্যেই সব দল ছত্তিশগড়ের নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। নির্বাচন যত এগোবে প্রচারের পালাও তত বৃদ্ধি পাবে। সবকটি রাজ্যেরই নির্বাচনের ফল ঘোষণা হবে ৩ ডিসেম্বর। এখন তো শুধু সময়ের অপেক্ষা, জনগণের রায়ে কোন দল কোন রাজ্যে স্থান করে নিতে পারবে তা তো সময়ই বলবে। 

 

 

hiring 2.jpeg