নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের প্রস্তাবক মণ্ডল মুর্মু বিজেপিতে যোগ দিয়েছেন। যার ফলে ঝাড়খণ্ড নির্বাচনের ঠিক আগে রাজ্য রাজনীতিতে যোগ দিয়েছেন। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবার এই বিষয়ে বার্তা দিয়েছেন। তিনি ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের হার নিশ্চিত বলে দাবি করেছেন।
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেছেন, "দেশের জানা উচিত সিধো-কানহো কারা। সেই পরিবার যখন ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, জেএমএম-কংগ্রেসের সামনে মাথা নত করবে কীভাবে? তিনি বিজেপির আদর্শে যোগ দিয়েছেন, কেউ জোর করে তাকে দিয়ে তা করাতে পারত না, যদি তিনি তা না চাইতেন। মন্ডল মুর্মু কতটা গুরুত্বপূর্ণ তা আপনি বুঝতে পারবেন যে মুখ্যমন্ত্রী তাকে তার প্রস্তাবক করেছেন। সর্বত্র বাংলাদেশি অনুপ্রবেশ রয়েছে এবং হেমন্ত সোরেন সরকার ভোটব্যাঙ্কের রাজনীতির কারণে এটিকে সমর্থন করছেন। আমরা যদি এখনই না জেগে থাকি, তাহলে আদিবাসীদের অস্তিত্বই শেষ হয়ে যাবে।"