বাংলাদেশের ছাত্র আন্দোলন বেহাত হয়ে গিয়েছিল! মুখ খুললেন প্রাক্তন বিদেশ সচিব

প্রাক্তন বিদেশ সচিব বলেন, বাংলাদেশের ছাত্র আন্দোলন বেহাত হয়ে গিয়েছিল।

author-image
Tamalika Chakraborty
New Update
foreign secretary

 নিজস্ব সংবাদদাতা: ভারতের প্রাক্তন বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশ সঙ্কট নিয়ে বলেন, "আমি মনে করি এই বিক্ষোভ ছিল বাংলাদেশের ছাত্ররা দীর্ঘদিন ধরে যে সমস্যার মুখে পড়েছিলেন তা বহিঃপ্রকাশ। তাদের মৌলিক দাবি যে বাংলাদেশের যুবকদের জন্য সমান সুযোগ দিতে হবে। তাদের প্রথমে এটাই দাবি ছিল।আগে সরকার মেনে নিয়েছিল। পরে আদালতও রাজি হয়েছিল।  আমি মনে করি পরে বিক্ষোভটি প্রধানমন্ত্রীর পদত্যাগে স্থানান্তরিত হয়েছিল এবং ততক্ষণে আমি মনে করি যে আন্দোলনটিতে আরও অন্যান্য ইস্যু জমা হয়েছিল। জামায়াত-ই-ইসলামি যা একটি পাকিস্তানপন্থী দল, যেটি ১৯৭১ সালেও পাকিস্তানকে সমর্থন করেছিল এবং ১৯৭১ সাল থেকে তাদের মানসিকতার পরিবর্তন হয়নি, তারাও এই আন্দোলনে পরোক্ষ মদত দিয়েছি।"

bangladesh-political-crisis-052535661-16x9_0

bangladeshstudentmovement-ezgif.com-resize