নিজস্ব সংবাদদাতা: কংগ্রেসের নবগঠিত জোট কমিটির প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হবে। দিল্লিতে কমিটির আহ্বায়ক মুকুল ওয়াসনিকের বাসভবনে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে জোট নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয় তাই এখন দেখার।
The first meeting of the newly formed Alliance Committee of Congress will be held today in Delhi at the residence of the committee's convenor Mukul Wasnik.