নিজস্ব সংবাদদাতা : সফল হলো ২০০ টন থ্রাস্ট সেমিক্রায়োজেনিক ইঞ্জিনের হট টেস্ট, আজ একথাই টুইট করে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং।
/anm-bengali/media/media_files/QS4vEXYrnG9zqFoyrm1s.jpg)
তিনি জানান, ''আজ ইসরো সফলভাবে LOX-Kerosene 200 টন থ্রাস্ট সেমিক্রায়োজেনিক ইঞ্জিনের প্রথম প্রধান হট টেস্ট সম্পন্ন করেছে। এই পরীক্ষাটি তিরুবনন্তপুরম সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধন করা নতুন পরীক্ষাগারে সম্পন্ন হয়েছে।''