নিজস্ব সংবাদদাতা: বিমানের টিকিট কাটতে গিয়ে চোখ কপালে উঠছে পর্যটকদের। একেকজনের জন্য ভাড়া দেখাচ্ছে ৩০ থেকে ৪০ হাজার টাকা! এমন চড়া ভাড়ায় পরিবারের সবাইকে নিয়ে জরুরি পরিস্থিতিতে কিভাবে ফিরে আসবেন—তা নিয়ে চরম দুশ্চিন্তায় পর্যটকরা।
পহেলগাঁওতে নৃশংস জঙ্গি হামলার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে পর্যটকদের মধ্যে। বর্তমানে হাজার হাজার পর্যটক কাশ্মীরে আটকে রয়েছেন, যাদের মধ্যে প্রায় ৪৫০ জনই বাঙালি। অনেকেই যত দ্রুত সম্ভব ফিরে আসতে চাইছেন, কিন্তু সংকটের সুযোগে একাধিক বেসরকারি বিমান সংস্থা বিমানের ভাড়া প্রায় তিনগুণ বাড়িয়ে দিয়েছে।
/anm-bengali/media/media_files/2025/04/22/rrVq9RdzKu7gpi6ihOM3.JPG)
এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। ডিরেক্টর জেনারেল সবকটি বেসরকারি বিমান সংস্থাকে চিঠি দিয়ে জানিয়েছেন, যেন অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করা হয়। শ্রীনগর থেকে দেশের বিভিন্ন শহরে পর্যাপ্ত বিমানের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পর্যটকরা আর বেশি সমস্যায় না পড়েন। পাশাপাশি, টিকিট বাতিলের চার্জ এবং অন্যান্য অতিরিক্ত খরচ কমানোর কথাও বলা হয়েছে সেই চিঠিতে।