নিজস্ব সংবাদদাতাঃ হাত বদল হল দেশের এক নামী হাসপাতালের। কথা হচ্ছে আমরি হাসপাতালের। এই হাসপাতালকে কার্যত কিনে নিল দেশের সবচেয়ে বড় স্বাস্থ্য পরিষেবা গ্রুপ মণিপাল গ্রুপ। প্রায় ২৪০০ কোটি টাকায় এই হাসপাতাল কিনে নিয়েছে মণিপাল গ্রুপ।
আমরি হাসপাতালের মালিকানা ছিল ইমামি গ্রুপের হাতে। তবে আপাতত হাসপাতালের ৮৪ শতাংশ শেয়ার চলে গেল মণিপালের হাতে। বাকি ১৫ শতাংশ রয়েছে আমরির হাতে। আর ১ শতাংশ আছে পশ্চিমবঙ্গ সরকারের হাতে।
২০২৩ আর্থিক বছরে আমরির আয় হয়েছিল প্রায় ১০০০ কোটি টাকা। প্রাথমিকভাবে এমনটাই জানা গিয়েছে। তবে এবার মণিপালের হাতে যাওয়ার পরে সেই আয় অনেকটাই বাড়তে পারে। এমনকী সেই আয় বৃদ্ধি পেয়ে ৪৫০০ কোটি হওয়ারও সম্ভাবনা রয়েছে।
মণিপাল গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে এবার তারা পূর্বভারতে তাদের শাখা বিস্তার করতে চলেছে। এই এলাকায় স্বাস্থ্য পরিষেবার চাহিদা রয়েছে। সেই চাহিদা পূরণে এবার সক্ষম হবে তারা। কলকাতার ঢাকুরিয়া, মুকুন্দপুর ও সল্টলেকে আমরি হাসপাতাল শাখা রয়েছে এবং ভুবনেশ্বর, ওড়িশাতেও তাদের শাখা রয়েছে। এবার আমরির স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আরও চিকিৎসক, বেড যুক্ত হতে পারে বলে খবর।