নিজস্ব সংবাদদাতা: এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এযাবৎ সবচয়ে বড় নিশানা করেছেন সুকান্ত মজুমদার।
ট্যুইট করে তিনি বলেছেন, "আরজি কর মেডিক্যাল কলেজে তদন্তের সময় কলকাতা পুলিশ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্যের সমস্ত সীমা অতিক্রম করেছিল তা স্পষ্ট হয়ে গেছে। এর পরে, দলের নেতা ও কাউন্সিলরদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় তৃণমূল কংগ্রেস নিয়ন্ত্রিত পুলিশ কঠোর সমালোচনার মুখে পড়ে। অদৃশ্য বাহিনীর চাপের প্রেক্ষিতে আজ বেশ কয়েকজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তবুও, মমতা বন্দ্যোপাধ্যায়, তার তুষ্টির রাজনীতির জন্য পরিচিত, যখন বেলডাঙ্গা, শ্যামপুর বা রাজাবাজারের মতো জায়গায় রাজ্যের নিরপরাধ হিন্দুরা বিনা প্ররোচনায় আক্রমণের শিকার হন তখন নীরব থাকেন। গণতন্ত্র কি এমনই মনে হয়? পুলিশ যখন ক্ষমতাসীন দলের অন্যায়কারীদের ঢাল করতে ব্যর্থ হয়, তখনই ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু মুখ্যমন্ত্রী নৃশংসতার শিকার বাঙালি হিন্দুদের দুর্দশার জন্য কোনো উদ্বেগ দেখান না"। সুকান্ত মজুমদারের ট্যুইট ঘিরে চরম শোরগোল শুরু হয়েছে।