মধ্যপ্রদেশের সম্পূর্ণ মন্ত্রিসভা সোমবার অযোধ্যায় ভগবান রামের দর্শনে যান। তিনি বলেন, " আমরা সকলের ওপর তাঁর আশীর্বাদ বর্ষণ করার জন্য ভগবান রামের কাছে প্রার্থনা করেছি।"
নিজস্ব সংবাদদাতা:মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন, "এটি আমাদের সকলের জন্য সৌভাগ্যের বিষয় ছিল যে আজ পুরো মন্ত্রিসভা রাম লালার দর্শনে গিয়েছিল। আমরা সকলের ওপর তাঁর আশীর্বাদ বর্ষণ করার জন্য ভগবান রামের কাছে প্রার্থনা করেছি।"
Bhopal | Madhya Pradesh Chief Minister Mohan Yadav says, "It is a matter of good fortune for all of us, today the entire cabinet had gone for the darshan of Ram Lala...We have prayed to Lord Ram to shower his blessings on everyone..." pic.twitter.com/olWe3PinjB