চারধাম যাত্রা : দোলায় মন্দিরে পৌঁছলেন মা যমুনা! রইলো ভিডিও

শনিবার খারসালি গ্রাম থেকে চার ধাম যাত্রার সূচনা করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। রীতি মেনে গ্রাম থেকে দোলায় করে মা যমুনা করে নিয়ে যাওয়া হয় মন্দিরে। সেই সময় হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়।

author-image
Pallabi Sanyal
New Update
যমুনোত্রী

যমুনোত্রী

নিজস্ব সংবাদদাতা : যারা চারধাম যাত্রা করেননি এখনও বা যারা চারধাম যাত্রা করতে চাইছেন তাদের জন্য সুখবর। অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে শুরু হল চার ধাম যাত্রা। খুলে গেল যমুনোত্রী মন্দিরের দরজা। শনিবার  খারসালি গ্রাম থেকে চার ধাম যাত্রার সূচনা করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। রীতি মেনে গ্রাম থেকে দোলায় করে মা যমুনাকে নিয়ে যাওয়া হয় মন্দিরে। সেই সময় হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়। সেই অপরূপ দৃশ্য ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী। দেখে নিন আপনিও।