বিজেপির বিরুদ্ধে ভোট! পরাজয় মেনে পদত্যাগের প্রস্তাব উপমুখ্যমন্ত্রীর

মহারাষ্ট্রে বিজেপির বিরুদ্ধে ব্যাপক ভোট পড়েছে। পরাজয় মেনে নিয়ে দেবেন্দ্র ফড়নবীশ পদত্যাগের প্রস্তাব পাঠিয়েছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বলেন, ১৫ বছর পর মহারাষ্ট্রে বৃহত্তম দল হিসেবে কংগ্রেস উঠে এসেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
Devendra_Fadnavis_on_BJP_seats_maharashtra_1716821177507_1716821177821.webp

নিজস্ব সংবাদদাতা:  মহারাষ্ট্রে বিজেপির বিরুদ্ধে ব্যাপক ভোট পড়েছে। পরাজয় মেনে নিয়ে দেবেন্দ্র ফড়নবীশ পদত্যাগের প্রস্তাব পাঠিয়েছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বলেন, ১৫ বছর  পর মহারাষ্ট্রে বৃহত্তম দল হিসেবে কংগ্রেস উঠে এসেছে। লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে এনডিএ জোট পেয়েছে ১৭টি আসন। ইন্ডিয়া জোট পেয়েছে ৩০টি আসন। অন্যান্যরা একটি আসন পেয়েছে। 

 Devendra Fadnavis

 

 tamacha4.jpeg