মুখ্যমন্ত্রীর পদত্যাগ করার দাবী অমুলক... দাবী আপ নেতার

হেফাজতে থাকাকালীন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করার কোনও সংস্থান নেই।

author-image
Adrita
New Update
s

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেন, 'গতকাল আদালতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, '' এই তদন্ত শুরু হওয়ার পর থেকেই মদ কেলেঙ্কারি শুরু হয়েছে। এই তদন্তের দুটো কারণ রয়েছে- প্রথমত, আপের উপর ধোঁয়াশা তৈরি করা, যার পিছনে ইডি তোলাবাজি চক্র চালাবে... মুখ্যমন্ত্রী যখন জেলে ছিলেন না, তখনও উপরাজ্যপাল চাননি যে আমাদের সরকার কাজ করুক। গতকালই হাইকোর্ট মুখ্যমন্ত্রীর পদত্যাগের আবেদন খারিজ করে দিয়ে বলে, হেফাজতে থাকাকালীন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করার কোনও সংস্থান নেই। '' 

Delhi High Court Denies Interim Relief To Arvind Kejriwal | Top Updates -  News18

Add 1