নিজস্ব সংবাদদাতা: মিমিক্রি বিতর্কে দিল্লির মন্ত্রী এবং এএপি নেতা সৌরভ ভরদ্বাজ বলেছেন, "আমি সংসদের ভিতরে এবং বাইরে প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি বকতৃতা শুনেছি যেখানে তিনি অন্যদের নকল করেছেন। সেই সময় তাঁকে নানা রকম অঙ্গভঙ্গি করতে দেখা যায়। প্রধানমন্ত্রী দেশের সব থেকে বড় নেতা। তিনি যদি এইধরনের উদাহরণ উপস্থাপন করেন, আমি মনে করি না বিজেপির অন্যের দিকে আঙুল তোলার অধিকার আছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় কোথায় ছিলেন যখন জাটদের অলিম্পিয়ান কন্যারা যন্তর মন্তরে বসে তাদের অধিকার দাবি করছিলেন? যখন জাট নেতারা দিল্লির সীমান্তে বসে ছিলেন?তিনি শুধু রাজনীতি করছেন। তার নিরপেক্ষ হওয়া উচিত, এখন তিনি যা করছেন তা ভুল।"
#WATCH | Mimicry row | Delhi minister and AAP leader Saurabh Bharadwaj says, "I have heard several of Prime Minister's speeches both inside and outside the Parliament wherein he has mimicked others and made gestures...PM is the tallest leader in the country. If he presents some… pic.twitter.com/ZW8FhkFwtZ
— ANI (@ANI) December 20, 2023
প্রসঙ্গত, মঙ্গলবার তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে অনুকরণ করেন। এই মিমিক্রির ভিডিও করেন রাহুল গান্ধী। এই ভিডিও প্রকাশ্যে আসতেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। বিজেপি নেতা, মন্ত্রী সাংসদরা তীব্র ভাষায় এই ঘটনার বিরোধিতা করেন। রাজ্যসভায় চেয়ারম্যান বলেন, "আপনি জগদীপ ধনখড়কে কতটা অপমান করছেন তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমি ভারতের উপরাষ্ট্রপতি, কৃষক সম্প্রদায়ের, আমার সম্প্রদায়কে অপমান সহ্য করতে পারব না। আমি এটা কখনই সহ্য করব না যে আমি আমার পদের পর্যাদা রক্ষা করতে পারিনি। আমার পদের মর্যাদা, এই হাউসের মর্যাদা রক্ষা করা আমার কর্তব্য।"
"...I don't care about how much you insult Jagdeep Dhankhar. But I can't tolerate (insult of) Vice President of India, farmers community, my community... I will not tolerate that I could not protect the dignity of my post, it is my duty to protect the dignity of this House..,"… pic.twitter.com/vLxUAtw6VG
— ANI (@ANI) December 20, 2023
অন্যদিকে, নিজের পক্ষে সওয়াল করে তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় বলেন, 'কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। কাউকে অনুকরণ করা এক ধরনের শিল্প। তাঁর উচিৎ আমার এই গুনকে সম্মান করা। উনি আর আমি একই পেশায় রয়েছি। উনিও সিনিয়র আইনজীবী, আমিও। জানি না কেন আহত হলেন উনি। উনি যদি সৌজন্যের কথা বলেন, তাহলে আমারও প্রশ্ন, উনি রাজ্যসভায় ,সৌজন্যমূলক ব্যবহার আদৌ করেন কি?'
অন্যদিকে, কল্যান বন্দ্যোপাধ্যায়ের নামে থানায় এই মিমিক্রি করার জন্য অভিযোগ দায়ের করা হয়েছে। রাহুল গান্ধী মিমিক্রি প্রসঙ্গে বলেন, 'মিমিক্রির ভিডিও আমি করেছি। '