নিজস্ব সংবাদদাতা: ভয়াবহ ভূমিধস মহারাষ্ট্রের রায়গড়ের ইরশালগড়ে হাহাকার তৈরি করেছে। কার্যত মৃত্যু মিছিল তৈরি হয়েছে। ভূমিধসের ফলে হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা। ভূমিধস-বিধ্বস্ত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে এনডিআরএফ-এর দল।
ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত ২২ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই সামনে এসেছে উদ্ধার অভিযানের ভিডিও। দেখুন ভিডিও-