নিজস্ব সংবাদদাতা: সাইক্লোন মিগজাউম ল্যান্ডফল করে ফেলেছে। এরপর জানা গেল চেন্নাই এবং সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়ে গিয়েছে ৭। এর পাশাপাশি ৬১ হাজার ৬০০ জনের বেশি বাসিন্দাকে ৯টি জেলায় গঠিত হওয়া আশ্রয় শিবিরে সরিয়ে ফেলা হয়েছে। এই তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।