নিজস্ব সংবাদদাতা:একাদশ জ্যোতির্লিঙ্গ শ্রী কেদারনাথ ধামের পোর্টাল খোলার তারিখ 26 ফেব্রুয়ারি বুধবার, শিবরাত্রি পঞ্চাঙ্গ গণনার পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি জানিয়েছে যে কেদারনাথ ধামের দরজা খোলার তারিখ নির্ধারণ করতে, 26 ফেব্রুয়ারি সকাল 9.30 টায় শ্রী ওমকারেশ্বর মন্দির উখিমঠে একটি ধর্মীয় অনুষ্ঠান শুরু হবে।