নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিয়েছেন। সেখান দিকে এবার কংগ্রেসকে নিশানা করেছেন তিনি। তিনি বলেছেন, "যারা অযোধ্যা রাম মন্দির পবিত্রকরণ অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে দেশ তাদের প্রত্যাখ্যান করবে"।
/anm-bengali/media/media_files/VY40TCPFUxA9nIGuYMuq.jpg)
ইতিপূর্বে বিধানসভা নির্বাচনে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে কর্ণাটকের মানুষ। এবার লোকসভা নির্বাচনে কর্ণাটকের মানুষ কোন দলকে সমর্থন করে তাই এখন দেখার।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
Lord Ram | Ram Lalla | congress | bjp