নিজস্ব সংবাদদাতা: পেহেলগাঁও হামলা ভারত গোটা বিশ্বকে নতুন করে কাঁপিয়ে দিয়েছে। হিন্দু পর্যটকদের ওপর সন্ত্রাস হামলা আপামর ভারতবাসীর মনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন করে ক্ষোভের জন্ম দিয়েছে।
/anm-bengali/media/media_files/2025/04/23/2a6eBNAliyOK5r6lNGM1.JPG)
ভারতবাসীর অনেকেই এখন নতুন করে সার্জিকাল স্ট্রাইক চাইছে। এখন দেখার দেশের মেজাজ শান্ত করতে হবে কি আবার সার্জিকাল স্ট্রাইক? তবে কেন্দ্রে সরকার কি কি পদক্ষেপ নেয় এই হামলার প্রেক্ষিতে সেই দিকেই তাকিয়ে মানুষ।