নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, দল হরিয়ানার বাকি মুলতুবি আসনগুলির জন্য একটি সাব কমিটি গঠন করেছে। কমিটির সদস্য মধুসূদন মিস্ত্রি, অজয় মাকেন ও দীপক বাবরিয়া। আগামী ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার কমিটির বৈঠক হবে এবং আলোচনার জন্য রাজ্যের তিন সিনিয়র নেতাকে আলাদাভাবে ডাকা হবে। কমিটি ভূপিন্দর হুডা, রণদীপ সুরজেওয়ালা এবং কুমারী সেলজার সাথে দেখা করবে।২৪টিরও বেশি আসন মুলতুবি হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে, দলের সিইসি এই আসনগুলিতে এখনও ঐকমত্য তৈরি করতে পারেনি।
প্রসঙ্গত, হরিয়ানার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী তালিকায় প্রাথমিকভাবে ভিনেশ ফোগাট বা বজরং পুনিয়ার নাম নেই। এই প্রসঙ্গে হরিয়ানা কংগ্রেসের প্রধান দীপক বাবরিয়াকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েদেন, আগামী পরশু দিন এই বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যাবে। বর্তমানে এই দুই কুস্তিগীরের নাম হরিয়ানার বিধানসভা নির্বাচনের কংগ্রেসের ৩২ জনের তালিকায় নেই। দিল্লি কংগ্রেসের অধিবেশনে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, ভিনেশ ফোগাটের ওপর সম্পূর্ণ বিষয়টি নির্ভর করছে। তিনি যদি চান, সেক্ষেত্রে তিনি বিধানসভা নির্বাচনে লড়তে পারেন। তবে তাঁর ওপরে কংগ্রেসের তরফে প্রার্থী হওয়ার বিষয়ে কোনও চাপ প্রয়োগ করা হয়নি।