নিজস্ব সংবাদদাতা: এবার এইচআরটিসি ইস্যুতে বিজেপির দিকে আঙুল তুললেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুকবিন্দর সিং সুখু।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুকবিন্দর সিং সুখু বলেছেন, "বিজেপির অতীত সরকার কোনও কাজ করেনি, এইচআরটিসি-র রাত এবং ওভারটাইম মুলতুবি ছিল। আজ আমরা এইচআরটিসি-এর কর্মীদের বেতন দেওয়ার ঘোষণা করেছি, তারা ২৮ অক্টোবরের মধ্যে বেতন পাবেন। আমরা এইচআরটিসিকে ১৫০০ টি বাস দেব।"