নিজস্ব সংবাদদাতা: ওয়ান নেশন ওয়ান ইলেকশন প্রসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, "রাম নাথ কোবিন্দের সভাপতিত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল, কমিটি একটি রিপোর্ট দিয়েছে, শুধু রিপোর্টটি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র সরকার। সাংবিধানিক উত্তরণের জন্য আমি কেন্দ্রীয় সরকারকে অভিনন্দন জানাতে চাই, বিশেষ করে ঘন ঘন নির্বাচনের কারণে, যদি এই কাজটি সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়। যাতে জনসাধারণকে অনেকাংশে সুবিধা দেওয়া হবে।"
যদিও ওয়ান নেশন ওয়ান ইলেকশনের তীব্র বিরোধিতা করেছেন বিরোধীরা। বিরোধীরা জানিয়েছে, ভারতে বৈচিত্রের শেষ নেই। তার সঙ্গে ভাষা, ধর্ম ও সংস্কৃতির পার্থক্য রয়েছে। কিন্তু সেখানে ওয়ান নেশন ওয়ান ইলেকশন একেবারই প্রযোজ্য নয়। ভারতীয়দের আবেগে আঘাত হানতে পারে। পাশাপাশি বিরোধীরা জানিয়েছে, এর জেরে দেশের সংবিধানের বিরোধিতা হবে। বিভিন্ন আঞ্চলিক যে দলগুলো উঠে এসেছে, সেগুলোকে নষ্ট করতে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিজেপি নেতা, মন্ত্রীরা জানিয়েছেন, দেশের অগ্রগতির জন্য এই নিয়ম খুব প্রয়োজন। দেশে বার বার নির্বাচন হয়, যার জেরে প্রচুর অর্থ ও সময় ব্যয় হয়। সেই সময় গুলোতে সরকারি প্রকল্প বন্ধ রাখা হয়। যার জেরে দেশের উন্নতি ব্যাহত হয়।