মুখ্যমন্ত্রী মিথ্যা বলেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই এবার মন্তব্য করলেন শাসকদলের জনপ্রিয় মহিলা সাংসদ- কার্যত বিজেপির হাতে উঠল অস্ত্র

কি বললেন মহিলা সাংসদ?

author-image
Aniket
New Update
modi shah nadda.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আপের হয়ে রাজ্যসভার সাংসদ তিনি। তবে এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই দিল্লির পরিস্থিতি নিয়ে মন্তব্য করলেন স্বাতি মালিওয়াল। তিনি দাবি করেছেন প্রেস কনফারেন্স করে মুখ্যমন্ত্রী অতিশী মিথ্যা কথা বলেন।

তিনি মুখ্যমন্ত্রী অতিশীকে নিশানা করে বলেছেন, "আজ দিল্লির অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আপনি যে কোনও ধনী কলোনি বা যে কোনও দরিদ্র বস্তিতে যেতে পারেন, রাস্তা সর্বত্র ভাঙা, আবর্জনার বিশাল পাহাড় জমা হয়েছে। আমি কালকাজি বিধানসভায় গিয়েছিলাম, যেটি মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা। সেখানকার অবস্থা এতটাই খারাপ যে সব রাস্তাই ভাঙা। প্রতিদিন অসংখ্য বৃদ্ধ ও শিশু সেখানে পড়ে আহত হচ্ছে। সেখানকার অবস্থা এতটাই খারাপ যে কোনও মহিলা গর্ভবতী হলে বা কারও মেডিকেল ইমার্জেন্সি থাকলে অ্যাম্বুলেন্সের ভিতরে আসা খুব কঠিন। আমি গত ২০ বছর ধরে দিল্লির মাটিতে কাজ করছি, আমি আজ পর্যন্ত এমন পরিস্থিতি কখনও দেখিনি যে মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা, যিনি দীর্ঘদিন ধরে পিডব্লিউডি মন্ত্রী ছিলেন, এত খারাপ অবস্থা। তার উচিত তার নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে দেখা করে তাদের কষ্ট বোঝা এবং তাদের স্বস্তি দেওয়া। তিনি যদি নিজের নির্বাচনী এলাকার অবস্থার উন্নতি করতে না পারেন, তাহলে বাকি দিল্লির অবস্থা তিনি কীভাবে ঠিক করবেন?" তার এই বক্তব্যকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে। অনেকেই মনে করেছেন কার্যত তার এই বক্তব্যে দিল্লি বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিজেপির হাতেই উঠল অস্ত্র।