নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় নাগরিক হিসাবে নিজের পরিচয় প্রমাণ করতে আধার কার্ড, প্যান কার্ড এই দুই নথি থাকা বাধ্যতামূলক। এই দুই নথি ছাড়া জীবন অচল। তবে এই দুই নথির তথ্য ফাঁস হয়ে গেলেও মহা বিপদ। একদিকে যেমন আর্থিক প্রতারণার শিকার হতে পারেন, তেমনই আবার আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে অপরাধীরা বড় কোনও অপরাধও করতে পারে। তাই আধার-প্য়ান কার্ডের তথ্য সুরক্ষিত রাখা দরকার। তবে এতদিন ধরে এমন বেশ কিছু ওয়েবসাইট ছিল, যারা বিনা অনুমতিতেই এই আধার কার্ড-প্য়ান কার্ডের তথ্য সংগ্রহ করছিল এবং তা বিক্রি করছিল। জনগণকে রক্ষা করতেই এবার বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। এবার কেন্দ্রের তরফে বন্ধ করে দেওয়া হল একাধিক ওয়েবসাইট।
বৃহস্পতিবার কেন্দ্রের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, একাধিক এমন ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়েছে, যেখানে ভারতীয়দের গোপনীয় তথ্য ফাঁস করে দেওয়া হচ্ছিল। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিমের তরফেই এই পদক্ষেপ করা হয়েছে।
কেন্দ্রের বিবৃতিতে জানানো হয়েছে, সম্প্রতিই মেইটি-র নজরে আসে যে বেশ কিছু ওয়েবসাইটে ভারতীয় নাগরিকদের আধার কার্ড, প্যান কার্ডের গোপনীয় তথ্য ফাঁস হয়ে যাচ্ছিল। এরপর সাইবার সুরক্ষা বজায় রাখতে কেন্দ্রের তরফে কয়েকটি ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কোন ওয়েবসাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, সেই বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।
আধারের নিয়ামক সংস্থা, ইউআইডিএআই-র তরফে এই বিষয়ে পুলিশেও অভিযোগ জানানো হয়েছে। যদি কারোর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়, তবে তথ্য প্রযুক্তি আইনের অধীনে অভিযোগ জানাতে বলা হয়েছে কেন্দ্রের তরফে।