নিজস্ব সংবাদদাতা : আমরা প্রায়শই ফোন, ল্যাপটপ বা ফোনে গুগল ক্রোম ব্যবহার করে থাকি। এই গুগল ক্রম ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা জারি করল তথ্য প্রযুক্তি মন্ত্রক। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গুগ্ল ক্রোমের কয়েকটি ভার্শনের মধ্যে বিশেষ কিছু ত্রুটি রয়েছে। যার জেরে হ্যাকাররা অনায়াসে যে কোনও ব্যক্তির ল্যাপটপ, ফোন বা কম্পিউটারে হানা দিতে পারে। তাই তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে এই অপারেটিং সিস্টেমটি আপডেট করে নেওয়ার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।