নিজস্ব সংবাদদাতা: সন্তান ধারণের পর কর্মরত মহিলাদের অনেকেই অফিস করতে যায়। বাড়ি, অফিস আর সন্তান সব কিছুর ভারসাম্য বজায় রাখা তখন বেশ মুশকিল। তাই গর্ভ ভাড়া ও মাতৃত্বকালীন ছুটির আইনে বদল আনছে কেন্দ্রীয় সরকার। আইন পরিবর্তন করে ১৮০দিন পর্যন্ত ছুটি দেবে এবার কেন্দ্রীয় সরকার।
সম্প্রতি কেন্দ্রীয় সরকার সিভিল সার্ভিস বিধি পাল্টেছে। নতুন নাম দেওয়া হয়েছে সরকারি চাকরি- ছুটি সংশোধন আইন - ২০২৪। নয়া আইন অনুসারে মহিলা গর্ভ ভাড়া দিলে এবং তাঁর ২টির কম সন্তান থাকলে তিনি ১৮০দিন পর্যন্ত ছুটি পাবেন। স্বামী-স্ত্রী উভয়েই সরকারি চাকরি করলে এই নিয়ম লাগু হবে। তবে পিতৃত্বকালীন ছুটির জন্য কেন্দ্র ১৫দিন ছুটিই বরাদ্দ রেখেছে।