নিজস্ব সংবাদদাতাঃ যমুনা নদীর বিষাক্ত ফোমে দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই বলেছেন, " কালিন্ডি কুঞ্জে নদীতে ফেনা দেখা গিয়েছে। উত্তর প্রদেশ থেকে যে নোংরা জল প্রেরণ করা হচ্ছে, তা পরিষ্কার করার জন্য কাজ করে চলেছে দিল্লিতে। ''
#WATCH | Delhi: On toxic foam in Yamuna River, Delhi Environment Minister Gopal Rai says, " The foam is visible in Kalindi Kunj, the dirty water that is being sent from Uttar Pradesh, work to clean it is continuously underway...in Delhi, in 1000s of areas, we are making… pic.twitter.com/2ZdUkwR8hK
মন্ত্রী আরও জানিয়েছেন যে, ছটপুজোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, দিল্লি শহর ধোঁয়ার চাদরে ঢেকে গিয়েছে। দিল্লিতে বায়ুদূষণ ঠেকাতে বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছিল আপ সরকার। কিন্তু তা সত্ত্বেও নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই যথেষ্ট বাজি পুড়িয়েছে সাধারণ মানুষ। এই ইস্যুতে এবার দিল্লি সরকার ও পুলিশ কমিশনারের কাছে এক সপ্তাহের মধ্যে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আপ সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশকে নোটিস পাঠিয়ে তাড়াতাড়ি এই নির্দেশ উপেক্ষা করার জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে।