নিজস্ব সংবাদদাতা: রায়গড়ের খোপোলি এলাকায় একটি বাস খাদে পড়ে যায়। সেখানে বর্তমানে উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনার ফলে এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ২৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এই ঘটনায় শোক জ্ঞাপন করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। তিনি বলেন, "রায়গড়ের খোপোলি এলাকায় এটি একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। ওই বাসে ৪১ জন যাত্রী ছিল। ঘটনাস্থলেই ১২ জন যাত্রীর মৃত্যু হয়েছে। বাকি যাত্রীদের উদ্ধার করে আনা হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পাবেন। দুর্ঘটনার পেছনের কারণ খুঁজতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে"।