নিজস্ব সংবাদদাতা : প্রাক্তন সাংসদ এবং লালু প্রসাদ যাদবের শ্যালক সৌবাস যাদবকে জমি দখল এবং কারচুপির মামলায় একাধিকবার সমন পাঠানো হয়। কিন্তু তিনি কোনও ধরনের সহযোগিতা করেননি। আজ বিহার পুলিশ বুলডোজার ও কাউটের নির্দেশ নিয়ে তাঁর বাসভবনে যায়।। সঙ্গে সঙ্গে তিনি আদালতে আত্মসমর্পণ করেন বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/media_files/YfzDzo9pe6SqSUn8ShrB.jpeg)
/anm-bengali/media/media_files/ZBgBQaC3IdHyZJChroMF.jpg)
/anm-bengali/media/media_files/OMe5KC4gRIGg7GRfBp5U.jpeg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)